জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নুর

মাকসুরা নুর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মাকসুরা নুর। অপরদিকে চুক্তিতে আরও এক বছরের জন্য মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (৫ মে) এ নিয়োগ সংক্রান্ত দুটি পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কাজল ইসলাম বুধবার (৬ মে) থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাকসুরা নুর।
অপরদিকে চুক্তিতে আরও এক বছর মেক্সিকোর রাষ্ট্রদূত থাকছেন সুপ্রদীপ চাকমা। অবসরে যাওয়ার পর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুপ্রদীপকে এই নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপ্রদীপ চাকমা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।
আদেশে বলা হয়েছে, সুপ্রদীপ চাকমাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ৪ মে বা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মেক্সিকোর রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।
এদিকে চুক্তিতে আবারও বিমসটেক-এর মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. সহিদুল ইসলাম। চুক্তিতে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি আদেশ জারি করা হয়েছে।