X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

কমতে পারে ভারী বৃষ্টি, তবে রবিবার থেকে বাড়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১১:৪৪আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:২৬

কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে ফেনী, চট্টগ্রাম, সিলেট ও ঢাকাসহ আশেপাশের এলাকা প্রায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ফেনী শহরের ভেতরেও পানি উঠে গেছে। অন্য এলাকায় অলিগলি সব পানিতে ডুবে গেছে। এদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার শঙ্কাও দেখা দিয়েছে। এই অবস্থায় আবহাওয়া অধিদফতর জানায়, আজকে বিকালের পর ভারী বৃষ্টি কমতে পারে। তবে শঙ্কার কথা হচ্ছে রবিবার থেকে আবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ বিকাল থেকে ভারী বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। আগামী দুই দিন একই আবহাওয়া থাকতে পারে। রবিবার নাগাদ আবার বৃষ্টি বাড়তে পারে। তখন আবার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

তিনি বলেন, বন্যার একটা শঙ্কা তৈরি হলেও দুইদিন বৃষ্টি কিছুটা কমে এলে নদ-নদীর পানির পরিমাণও কমে আসতে পারে। এতে বন্যা হবার শঙ্কা কমে আসবে বলে আশা করছি।

আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

ভারী বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি., ২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।

সমুদ্র বন্দরে সতর্কবার্তা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা  ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদী বন্দরে সতর্কবার্তা

আজ ১০ জুলাই সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,  রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে। মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বিপদসীমা অতিক্রমের শঙ্কা
সর্বশেষ খবর
গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, ১২ বিষয়ে সিদ্ধান্ত
গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, ১২ বিষয়ে সিদ্ধান্ত
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি
বেবিচকের পরিচালক মুসা জঙ্গিকে প্রত্যাহার
বেবিচকের পরিচালক মুসা জঙ্গিকে প্রত্যাহার
আ. লীগ পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার
আ. লীগ পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ