করোনায় আক্রান্ত ১৬০০ পুলিশ সদস্য, মারা গেছেন ৭ জন

পুলিশ (ফাইল ফটো)সারা দেশে রবিবার (১০ মে) পর্যন্ত ১৫৯৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭ জন, সুস্থ হয়েছেন ১৪৭ জন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন প্রায় তিন হাজার পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। সারা দেশের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আক্রান্তের সংখ্যা ৭৪৫। সারা দেশে কোয়ারেন্টিনে আছে ২৮৭০ জন এবং আইসোলেশনে আছেন ১০৮৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আজকে ছাড়পত্র পাওয়া ৭২ জনসহ মোট ১৪৭ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। শিগগিরই তারা কাজে যোগদান করতে পারবেন।
তিনি বলেন, দেশের জনগণের সেবা করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাসহ যাবতীয় সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর।