বাহরাইনে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে চুক্তি সই

1করোনাভাইরাসের কারণে বাহরাইন সরকারের সামাজিক দূরত্ব বিষয়ক কঠোর নির্দেশনা পালনের জন্য ওই দেশে অবস্থিত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে সমস্যা দেখা দেওয়ার প্রেক্ষিতে নতুন ব্যবস্থা নিয়েছে দূতাবাস। বুধবার (১৩ মে) দূতাবাস ও স্থানীয় প্রতিষ্ঠান ভার্সিটিলো লন্ডনের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তির অধীনে প্রবাসীরা পাসপোর্ট নবায়নের জন্য তাদের আবেদনপত্র এই সেবা প্রতিষ্ঠানটিতে জমা দেবেন এবং বাংলাদেশ দূতাবাসে প্রক্রিয়া শেষে প্রতিষ্ঠানটি থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করবেন।
দূতাবাস থেকে জানানো হয়, শুরুতেই এ প্রতিষ্ঠানটি বাহরাইনে প্রবাসী অধ্যুষিত দুটি এলাকা মানামা ও হামাদ টাউনে তাদের শাখা থেকে কাজ শুরু করবে। পর্যায়ক্রমে আরও শাখা খুলবে। এই চুক্তির ফলে এই প্রতিষ্ঠান থেকে বাহরাইন পোস্ট অফিসের মতো একই সার্ভিস চার্জ দিয়ে সেবা দুটি গ্রহণ করার সুযোগ থাকবে।
বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং ভার্সিটিলো লন্ডনের প্রধান নির্বাহী শেখ খলিফা সালমান আল খলিফা এই চুক্তিতে সই করেন।