পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি ছাত্রদলের

ছাত্রদলের সংবাদ সম্মেলন

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাসসহ সব শিক্ষাকার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে ছাত্রদল। রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে একদিকে যেমন মানুষের প্রাণ হুমকির সম্মুখীন, অন্যদিকে অফিস আদালত, দোকান-পাট বন্ধ থাকার কারণে এদেশের শ্রমজীবী এবং পেশাজীবী মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় পরিবার নিয়ে মানুষ হিমশিম খাচ্ছেন। এই সংকটের মধ্যে তাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্তিতি যেখানে পরিবারগুলো সংকটে পড়ে হিমশিম খাচ্ছে, সেখানে অনলাইনে ক্লাস এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি দেওয়ার সামর্থ তাদের নেই। গ্রামে থেকে অনলাইনে ক্লাস করার মতো সুযোগ সুবিধাও বেশিরভাগ শিক্ষার্থীর নেই। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।’

এরপর লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, ‘বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে যেখানে চারদিকে আতঙ্ক আর মৃত্যুর মিছিল, সেখানে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা একটা বড় বিষয়। এই পরিস্থিতিতে একজন শিক্ষার্থী কোনোভাবেই শিক্ষা গ্রহণে প্রস্তুত নন। বিষয়টি আমলে নিয়ে ব্যবসায়িক মনোবৃত্তি বাদ দিয়ে সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শরীফ।