এবার দুস্থদের টাকা গেলো বিআইবিএমের সহযোগী অধ্যাপকের মোবাইলে

1করোনাকালীন সংকটের কারণে সরকার ঘোষিত হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু দুস্থদের এই টাকার একটি ম্যাসেজ পাঠানো হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপকের মোবাইল ব্যাংক হিসেবে। সোমবার (১৮ মে) বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। তিনি করোনা পরিস্থিতিতে অনেকের পাশে দাঁড়িয়েছেন। অথচ তার মোবাইল অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
ফেসবুকে মাহবুবুর রহমান আলম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা অনুদান যা হতদরিদ্রদের দেওয়া হচ্ছে, তা আমার অ্যাকাউন্টে কী করে এলো, আমি জানি না। অব্যবস্থাপনার একটা সীমা থাকে। এ থেকেই বুঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া টাকা আসলে কোথায় যাচ্ছে! আমি এখন কি করবো? কোথায় যাবো? রাষ্ট্রের এ টাকা কিভাবে ফেরত দেবো? কার কাছে দেবো? আমার নাম্বারটি লিস্টে কে তুলে দিলেন?’
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর তিনি আবার সেটি সরিয়ে নেন।
ঘটনাটি স্বীকার করে এ বিষয়ে অধ্যাপক মাহবুবুর রহমান আলম বাংলা ট্রিবিউনকে, আমি এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। পরে সেটি ডিলিট করে দিয়েছি। এ বিষয়ে আমার আর কোনও বক্তব্য নেই।