সাভারে সেনাবাহিনীর ‘সম্প্রীতির ইফতার’

1সাভারে ‘সম্প্রীতির ইফতার’ নামে গরীব, দুস্থ ও অসহায় সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করেছে সেনাবাহিনী। দেশে করোনাভাইরাসের সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে ‘সম্প্রীতির ইফতার’ আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সম্প্রীতির ইফতার আয়োজনের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় ৫৫০ জন অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে ইফতার প্রদান করে। পাশাপাশি তাদের বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রেষণা প্রদান করা হয়।
সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন করোনা মোকাবিলায় মোতায়েনের শুরু থেকেই তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মাস্ক ও জীবাণুনাশক সামগ্রী প্রদান, সম্প্রীতির বাজার চালুসহ দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি ও কৃষিবীজ বিতরণ কর্মসূচি পালন করে আসছে।