সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমানকে জামিন দেননি হাইকোর্ট

সুপ্রিম কোর্টশুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদারকে জামিন দেননি হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও একেএম আমিন উদ্দিন মানিক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. একরামুল হক টুটুল।

এর আগে ২০১৭ ও ২০১৮  সালে ২ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক ২ কর্মকর্তার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৭৭টি চালান অবৈধভাবে খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তদন্তে উঠে আসে।

পরে শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) আসামি করে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় একটি  মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এই মামলায় ওই দিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করেন শুল্ক গোয়েন্দারা। পরে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।