পুরান ঢাকার ১৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ




উপহার সামগ্রী বিতরণকরোনা পরিস্থিতিতে পুরান ঢাকার অসহায় ১৫০০ পরিবারের মধ্যে নিত্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্য ও ব্যবসায়ী মো. রাহাত মিতু। পাশাপাশি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এসব পরিবারকে পোলাওয়ের চাল, সাধারণ চাল, মুরগি, সেমাই, চিনি, নারিকেল, দুধ ও তেল বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে) রাজধানীর পুরান ঢাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ঢাকার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ইউরো ফেমাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাহাত মিতু বলেন, করোনায় ঘরবদ্ধ মানুষ কর্মহীন ও অসহায় দিন যাপন করছে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজ উদ্যোগে এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছি। পুরান ঢাকার মানুষদের জন্য আমার এ প্রচেষ্টা খুবই ক্ষুদ্র বলে মনে করি।

এছাড়াও চলতি রমজান মাসজুড়ে পুরান ঢাকায় প্রতিদিন ৩০০-৫০০ জনের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয় বলেও জানান তিনি।