শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে স্পিকারের শোক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীবাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শিক্ষাবিদ ও ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) এক শোকবার্তায় স্পিকার নিলুফার মঞ্জুরের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন নিলুফার মঞ্জুর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। তার বাবা ড. মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন।

এছাড়া, নিলুফার মঞ্জুরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।