আ.লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর কর্মীকে ধরে লাঠিপেটা ও গুলি

কুমিল্লার লাকসাম পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হিরু মিয়ার কর্মী রবিউলকে ধরে নিয়ে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। লাঠিপেটার পর দুর্বৃত্তরা তাকে গুলি করলে তিনি ডোবায় লাফিয়ে নিজেকে রক্ষা করেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাকসামের শিউরাইন এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হিরু মিয়ার দাবি, এর আগেও তার কর্মীদের মারধর ও তার পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষ ওমর আলীর কর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ওমর আলী ও বিদ্রোহী প্রার্থী হিরু মিয়ার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে রবিউলকে তুলে নিয়ে গিয়ে লাঠিপেটা করে প্রতিপক্ষ। তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে ওমর আলী দাবি করেছেন, তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত নন।

লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মারধরের অভিযোগ শুনেছি তবে গুলি করার কোনও ঘটনা জানা যায়নি। এবিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়নি বলেও জানা গেছে।

/টিএন/