ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন (ছবি: সংগৃহীত)

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ মে) রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলাটি গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, 'আগুনে পাঁচ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এটি দায়ের করেছেন।'

তিনি আরও জানান, এই ঘটনায় যে কেউ অভিযোগ দিতে পারেন, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডে পাঁচ রোগী নিহতের ঘটনায় পুলিশ তদন্ত করছে জানিয়ে বুধবার (২৭ মে) রাতে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, 'এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞদের মতামত নেব। কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা, প্রভৃতি বিষয় খতিয়ে দেখা হবে। পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। তদন্তে কাজ করছে গুলশান থানা পুলিশ। আগুনের কারণ অনুসন্ধানে ‌তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

আরও খবর: ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু