করোনায় বাংলাদেশে উবারের ‘ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স’

উবার
দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ডিবিএল ফার্মা, যান্ত্রিক, রেকিট বেনকিজার (ডেটল) এবং ফ্রেশ টিস্যু এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করেছে উবার। এর মাধ্যমে নিরাপদ উবার রাইড নিশ্চিত করার পাশাপাশি চালকদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হবে।

শনিবার (৩০ মে) বেঞ্চমার্ক পিআর এজেন্সি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচির অংশ হিসেবে উবার ও যান্ত্রিক-এর ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে চালকদেরকে স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্ক, সাবান, টিস্যু ও স্যানিটাইজার দেওয়া হবে। চালকদেরকে ফ্রেশ টিস্যু বক্স এবং রেকিট বেনকিজার বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করবে।

এরআগে, গত এপ্রিলে ডিবিএল ফার্মা ক্র্যাক প্লাটুন নামে একটি অফলাইন প্রজেক্টের পৃষ্ঠপোষকতা করে। সেই উদ্যোগে উবার চালকদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা এবং পিপিই সরবরাহ করা হয়েছিল।