সিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী দিলো বাংলাদেশ হাইকমিশন

সিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী দিচ্ছে বাংলাদেশ হাইকমিশনসিঙ্গাপুরে প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের এই সহায়তা দেওয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার (১২ জুন) উডল্যান্ড স্ট্রিট ও ক্রাঞ্জি এরিয়ায় ১৫০ প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে মুড়ি, চানাচুর, খেজুর, জুস, চিড়া, চিনি, নুডলস, বিস্কুট ইত্যাদি।
প্রবাসী কর্মীদের উদ্দেশে ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, ‘সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সবসময় পাশে আছে। যেকোনও সমস্যা আমাদের অবহিত করবেন। আমাদের হটলাইন, ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারের সব নিয়ম-কানুন মেনে চলুন।’

ওয়েলফেয়ার অফিসার মো. আশরাফুল আলম জানান, যারা পাসপোর্ট নবায়ন করতে চান তারা নিজেদের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে অবহিত করলে সহায়তা পাবেন। যার যার প্রতিষ্ঠানের প্রতিনিধি হাইকমিশনে গিয়ে পাসপোর্ট নবায়ন করতে পারবে।

বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের ডরমিটোরিসহ বিভিন্ন থাকার জায়গায় কোভিড-১৯ মহামারির শুরু থেকেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে হাইকমিশনের শ্রম উইংয়ের কর্মকর্তারা।