ক্যাসিনোকাণ্ডে জড়িত এনামুল ও রুপনের জামিন নামঞ্জুর

 

সিআইডির হেফাজতে এনামুল ও রুপন

ক্যাসিনোকাণ্ডে জড়িত রাজধানীর গেন্ডারিয়া এলাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ ভার্চুয়াল কোর্টে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুদকের সংশ্লিষ্ট  শাখার কর্মকর্তা  আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করে। গত বছরের ২৩ অক্টোবর দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

উল্লেখ্য, এ বছরের ১৩ জানুয়ারি ভোরে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় এনু ও রুপনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২টি জমির দলিল, পাঁচটি গাড়ির কাগজপত্র এবং ৯১টি ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল জব্দ করা হয়।