X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিএনএ মিললেও পিতার স্বীকৃতি মেলেনি, উল্টো হুমকির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ২২:২৭আপডেট : ২৫ মে ২০২৫, ২৩:৪৭

ডিএনএ রিপোর্টে সন্তানের পিতৃত্বের প্রমাণ মিললেও সন্তানের স্বীকৃতি দিতে নারাজ এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাদ্দেস হানিফ টলিন। উল্টো সন্তানের মায়ের অভিযোগ, তিনি মামলা তুলে না নিলে সন্তানসহ হত্যা ও গুমের হুমকি দিচ্ছেন মোকাদ্দেস। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই নারী রবিবার (২৫ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে পিতার স্বীকৃতি দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী ওই নারী জানান, পারিবারিক জীবনে টানাপোড়েনের কারণে আলাদা থাকতে শুরু করার পর ২০২১ সালের সেপ্টেম্বরে এএনএইচ গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট করপোরেট সেলস এক্সিকিউটিভ পদে যোগ দেন তিনি। এরপর অসহায়ত্ব ও বৈবাহিক সংকটের সুযোগ নিয়ে এমডি মোকাদ্দেস হানিফ টলিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তার ভাষায়, ‘স্ত্রী-সন্তান থাকার পরও আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোকাদ্দেস নিয়মিত আমার বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে আমি গর্ভবতী হলে, সন্তানের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু সন্তান জন্মের পর মোকাদ্দেস নানা টালবাহানা শুরু করেন।’

তিনি জানান, সন্তানের স্বীকৃতি না পেয়ে আদালতে মামলা করেন। মামলার পর ডিএনএ টেস্টে সন্তানের সঙ্গে মোকাদ্দেসের পিতৃত্বের মিল পাওয়া যায়। এরপরও মোকাদ্দেস সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। ‘মামলা তুলে নিতে মোকাদ্দেস আমাকে ও আমার সন্তানকে হত্যা ও গুমের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আমি চরম আতঙ্কে আছি,’ বলেন ওই নারী। তিনি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোকাদ্দেস হানিফ টলিন বলেন, ‘ডিএনএ অনুযায়ী সন্তানের বাবা আমি। তবে এখানে অনেক গল্প আছে। মোবাইলে বলা সম্ভব নয়, সময় নিয়ে বলতে হবে।’ এ ছাড়া তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

/ইউএস/
সম্পর্কিত
‘সৌদির কফিল’কে বশে আনতে জিনের বাদশার খপ্পরে নারী, গ্রেফতার ৩
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
‘বিতর্কিত’ তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির
সর্বশেষ খবর
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
অনলাইন জুয়া রোধে অভিযান, ১ হাজারের বেশি এমএফএস অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ
অনলাইন জুয়া রোধে অভিযান, ১ হাজারের বেশি এমএফএস অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি