পুলিশে করোনায় আক্রান্ত ১১ হাজার, মৃত্যু ৪৩

বাংলাদেশ পুলিশকরোনা সংক্রমণ শুরুর পর থেকে বুধবার (১ জুলাই) পর্যন্ত সারাদেশে প্রায় ১১ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৪৩ জন পুলিশ সদস্য। সর্বশেষ বুধবার দুপুরে এএসআই মো. আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের সূত্র জানায়, এএসআই  আবুল কালাম আজাদ বুধবার দুপুর একটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এএসআই (নিরস্ত্র)আজাদ ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তার বাড়ি বগুড়ায়।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে বুধবার (১ জুলাই) পর্যন্ত বাংলাদেশ পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৮ জন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন দুই হাজার ৩০৩ জন। কোয়ারেন্টিনে আছেন ১১ হাজার ৮২৩ জন। আইসোলোশনে আছেন ৪ হাজার ৩১৫ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ জন।

করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৮৬৫ জন পুলিশ সদস্য। এরমধ্যে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য আবারও কাজে যোগ দিয়েছেন।