মর্নিং বার্ড থেকে জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারি ফের হাসপাতালে

সুমন বেপারিবুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড থেকে ১৩ ঘন্টা পর উদ্ধার হওয়া সুমন বেপারি তীব্র মাথা ব্যথা নিয়ে ফের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) ভর্তি হয়েছেন।  বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮ টার দিকে তাকে মুন্সীগঞ্জ থেকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সুমন বেপারির ভাতিজা সাকিব বেপারি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাড়িতে যাবার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজকে মাথা ব্যথা তীব্র হওয়ায় সন্ধ্যার দিকে সুমন বেপারিকে নিয়ে মুন্সীগঞ্জ থেকে নিয়ে রওয়ানা হন। রাত ৮ টার দিকে তাকে মিডফোর্টে আনা হয়।’

মাথা ব্যথা ছাড়াও সুমন বেপারি অসলংগ্ন কথা বলছেন, চুপচাপ থাকছেন বেশিরভাগ সময়। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গত সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার মযূর-২ নামক একটি বড় লঞ্চের ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড। ঘটনার পর কয়েকজন জন যাত্রী সাঁতরে উঠলেও এখন এই ঘটনায় নারী ও শিশুসহ ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ১৩ ঘন্টা পর যখন লঞ্চটি টেনে উপরের দিকে তোলার চেষ্টা করে উদ্ধারকারীরা, তখন সুমন বেপারী পানির ভেতর থেকে হঠাৎ ভেসে ওঠেন। পরবর্তীতে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। মুন্সীগঞ্জের এই ফল বিক্রেতা দুদিন সেখানে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাড়িতে যান। তবে স্বাস্থ্যের অবনতি হলে তিনি ফের বৃহস্পতিবার মিডফোর্ড হাসপাতালে আসেন। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নৌ পুলিশ একটি মামলা করেছে।