চাকরি দেওয়ার নামে প্রতারণা, রিমান্ড শেষে ২ জন কারাগারে

আদালতচাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেফতার দুই ব্যক্তিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

প্রতারণা মামলার এই দুই আসামি হলেন— মোসলেম উদ্দিন ওরফে রানা ও জালাল উদ্দিন।

রবিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কদমতলী থানায় দায়ের হওয়া এই মামলার তদন্ত কর্মকর্তা  একদিনের রিমান্ড শেষে রবিবার আসামিদের  আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গত শুক্রবার (৩ জুলাই) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী দুই আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর কদমতলী থানার ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামের একটি অফিস থেকে প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেন র‌্যাব-১১ এর সদস্যরা। র‌্যাব জানায়, চাকরির দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিল এই চক্রটি। ওই অফিস থেকে চাকরি প্রত্যাশী ৬০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।