নিম্ন আদালতে বিচারকসহ ২১১ জন করোনা আক্রান্ত

করোনাভাইরাস

দেশের নিম্ন আদালতগুলোতে  ৪৪ জন বিচারক ও ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) আইন  মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন। মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া আক্রান্ত কর্মচারীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুই জন।

সংবাদ ‍বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক প্রতিদিনই আইন ও বিচার বিভাগের পরিচালিত মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।