ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালাম ৩ দিনের রিমান্ডে

ময়ূর-২

বুড়িগঙ্গা নদীতে ‘মর্নিং বার্ড’ নামে লঞ্চডুবি ও যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আব্দুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এদিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই  শহীদুল ইসলাম আসামি আব্দুস সালামকে আদালতে হাজির করেন এবং তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’

তবে আসামি পক্ষের কোনও আইনজীবী ছিলেন না।

প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে  ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান।

ওই ঘটনায় একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

আরও পড়ুন:

লঞ্চ দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটির ২০ সুপারিশ

ময়ূর-২ লঞ্চের মালিক ও চালক কোথায়?

বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার