ছয় দফা দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

কিন্ডার গার্টেন

করোনার দুর্যোগে মধ্যে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকরা। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এবং দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সকাল ১১টায় একযোগে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূটি চলাকালে ছয় দফা দাবি তুলে ধরেন কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মো. সাফায়েত হোসেন, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোজাহিদ, কেন্দ্রীয় শিক্ষা সচিব মো. আবদু অদুদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এম এ মান্নান মনির, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব ইঞ্জিনিয়ার শাওন আহম্মেদ।

শিক্ষকদের দাবিগুলো হলো: কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অসহায় শিক্ষকদের যেকোনও ধরনের আর্থিক সহায়তা দিতে হবে। কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক লোন দিতে হবে। কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালার আলোকে প্রতি মাসে রিভিউ কমিটির মিটিংয়ের মাধ্যমে সহজ শর্তে কিন্ডারগার্টেনগুলো নিবন্ধন দিতে হবে। করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ করতে হবে। ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পঞ্চম শ্রেণির সমাপনী পরিক্ষার মত জেএসসি ও এসএসসি পরীক্ষা নিজ প্রতিষ্ঠানের নামে দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বোর্ড বা মন্ত্রণালয় গঠন কতে হবে।

জানা গেছে, দেশে বর্তমানে ৪০ হাজার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে প্রাথমিক সমাপণী পরীক্ষায় ২০১৯ সালে অংশ নেয় ২৩ হাজার ২৬২টি প্রতিষ্ঠান। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়শেন মহাসচিব মো. মিজানুর রহমান জানান, এসব প্রতিষ্ঠানে ৬ লাখ শিক্ষক কর্মরত। আর এক কোটি শিক্ষার্থী লেখাপড়া করে।