৮৯৮ স্থাপনায় এডিসের লার্ভা, ২১ লাখ টাকা জরিমানা

 

ডিএনসিসি

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ দিনব্যাপী পরিচালিত দ্বিতীয় ধাপের অভিযানে ৮৯৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পাশাপাশি ৭৮ হাজার ১৩০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দ্বিতীয় ধাপের এই অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জুলাই থেকে ডিএনসিসি এলাকায় দ্বিতীয় ধাপে চিরুনি অভিযান শুরু করা হয়। ১০ দিনব্যাপী পরিচালিত এ অভিযান মঙ্গলবার (১৪ জুলাই) শেষ হয়েছে। অভিযানে ০ দশমিক ৬৯ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

অভিযানের দশম দিন মঙ্গলবার (১৪ জুলাই) ১১ হাজার ৯৩৪টি স্থাপনা পরিদর্শন করা হয়। এতে ৪৮টিতে লার্ভা এবং ৬ হাজার ৭৯৪টিতে এডিসের বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এদিন ১৭টি মামলায় ২১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।