নেদারল্যান্ডসে বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনী

6নেদারল্যান্ডসের রাজধানী হেগ-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হেগ-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মু. রিয়াজ হামিদুল্লাহ তার নিজ বাসভবন ‘বাংলাদেশ হাউজে’ ওই অনুষ্ঠানের আয়োজন করেন।
বুধবার (১৫ জুলাই) সকালে নেদারল্যান্ডসে রাজা উইলেম আলেক্সান্ডারের কাছে পরিচয়পত্র পেশ করার পরে সন্ধ্যায় এই চিত্রকর্ম অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন হামিদুল্লাহ। রাষ্ট্রদূত বলেন, অনুষ্ঠানে নেদারল্যান্ডসে গণ্যমান্য ব্যক্তি, অন্যান্য বিভিন্ন দেশের কূটনীতিক ও ব্যবসায়ীরা অংশ নেন।
অনেকেই এই প্রদর্শনীর প্রশংসা করেছে জানিয়ে হামিদুল্লাহ বলেন, বাংলাদেশের জন্য নেদারল্যান্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, নারী ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যসহ অন্যান্য অনেক বিষয়ে দুদেশ একসঙ্গে কাজ করছে। এছাড়া বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার কোটি টাকার পণ্য আমদানি করে নেদারল্যান্ডস।

8