চীনা ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক হতে আগ্রহী রাষ্ট্রদূত জিমিং

হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টচীনের আবিষ্কৃত ভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনের জন্য প্রথম স্বেচ্ছাসেবক হতে চান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। চীন দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন।

পোস্টে ইয়ান বলেন, ‌‘বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়ার পর চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবক হতে চান। আমি যেহেতু তার ওপরে যেতে পারবো না, সেই জন্য আমি দ্বিতীয় হতে পারলেও খুশি।’

উল্লেখ্য, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়। চীনের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠানটির নাম সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। যে সাতটি প্রতিষ্ঠানে টিকার পরীক্ষা হবে সেগুলো হলো—মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট-২ এবং ঢাকা মহানগর হাসপাতাল।

/এসএসজেড/আইএ/