পদ্মার ভাঙনে শিমুলিয়া ফেরিঘাট বন্ধ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

শিমুলিয়া ফেরিঘাট

পদ্মা নদীর ভাঙনের কারণে শিমুলিয়া (মাওয়া) ফেরিঘাট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পদ্মার অব্যাহত ভাঙনের কারণে শিমুলিয়া ফেরিঘাট ভেঙে যায়। যে কারণে সেখান দিয়ে যান চলাচল করতে পারছে না। ফলে আমরা ঘাটটি বন্ধ রেখেছি। এ অবস্থায় জনসাধারণকে বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব‍্যবহারের অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ফেরিঘাট মেরামতের চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘাটটি আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে।’