মিথ্যে সংবাদের প্রতিবাদ মার্কিন দূতাবাসের

US Embassyএক মার্কিন তরুণীকে নিয়ে অনলাইনে প্রচারিত মিথ্যে সংবাদের প্রতিবাদ জানিয়েছে মার্কিন দূতাবাস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই প্রতিবাদটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তারা লিখেছেন, ‘আমাদের নজরে এসেছে যে, ২০১৫ সালে ১০ সেপ্টেম্বরে প্রকাশিত আমাদের একটি ছবিকে কেন্দ্র করে একটি মিথ্যে খবর ফেসবুকে প্রচারিত হচ্ছে। যেখানে ফুলব্রাইট প্রোগ্রামের একজন গবেষক বাংলাদেশের একজন রিকশাচালকের সঙ্গে ছবি তুলেছিলেন। প্রকাশিত মিথ্যা খবরে বলা হয়েছে- তারা বিবাহিত, যা সম্পূর্ণ অসত্য ও ভ্রান্ত। আমরা সাংবাদিক ও সংবাদ সংস্থাগুলোকে অনুরোধ জানাচ্ছি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নৈতিক ও দায়িত্বশীল হবার।’
সেখানে আরও উল্লেখ করেন, এই মিথ্যা সংবাদটি প্রথমে একটি ফেসবুক পেইজ থেকে প্রচার করা হয়। এরপর কয়েকটি অনলাইন গণমাধ্যম সংবাদটি প্রচার করে। তবে এই খবরটি যে মিথ্যা সেটি সংবাদ আকারে সর্বপ্রথম প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

/এইআর / এএইচ /