নতুন করে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ না দিতে আইনি নোটিশ

ad86ccc52e59a8a850d2b19d8aee7d85-5eef88db2de4bপূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নতুন করে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের উদ্যোগ নেওয়ায় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ হাসান আলী।

নোটিশে বলা হয়, করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় স্বপ্রণোদিত হয়ে নিয়োজিত ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টদের বিশেষ বিবেচনায় সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়া হয়। পরে নতুন করে সৃষ্ট ৮৮৯টি পদে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতর গত ২৯ জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

‘ওই বিজ্ঞপ্তি অনুসারে গত ২০ জুলাই চাকরিপ্রার্থীদের আবেদনের সর্বশেষ সময় নির্ধারিত ছিল। পরে চূড়ান্ত নিয়োগের কার্যক্রম শুরু হয়ে তা অব্যাহতভাবে চলছে। কিন্তু পূর্বের নিয়োগ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিয়োগ বিধি বহির্ভূতভাবে স্বেচ্ছাসেবক নামধারী মেডিক্যাল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।’

নোটিশে আরও বলা হয়েছে, পূর্বের নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সরাসরি স্থায়ী নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করা হলে আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকুরি প্রাপ্তির জন্যে যে সব প্রত্যাশী প্রার্থিরা আবেদন করেছেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই নতুন নিয়োগ প্রক্রিয়া বেআইনি। এ ধরনের নিয়োগ অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।