বাড্ডায় বালু নদীতে ডুবে প্রকৌশলীর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু



রাজধানীর বাড্ডা বেরাইদ বালু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইউসুফ জামিল তারিকুল (২৪)। তিনি বেসরকারি টেলিভিশন ৭১- এর আইটি বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার (৭ আগস্ট) সকালে তার মৃতদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠিয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, তারিকুলসহ তিন বন্ধু মিলে বেরাইদ বালু নদীতে বৃহস্পতিবার গোসল করতে নামেন। তারা সাঁতরিয়ে এপার থেকে ওপার যাচ্ছিলেন। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারিকুল পানিতে ডুবে গেলেও দুই বন্ধুর সাঁতারে তীরে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারিকুলের সন্ধান করলেও পায়নি।
পুলিশ জানায়, সকালে নদীতে তারিকুলের মৃতদেহ ভেসে উঠলে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরিবারের সঙ্গে বড় বেরাইত ভূঁইয়া পাড়া এলাকায় থাকতো তারিকুল। তার বাবার নাম আব্দুস সালাম।