X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

ডিএনসিসিতে কোরবানির ২০ হাজার টন বর্জ্য অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৫, ১৯:১২আপডেট : ০৯ জুন ২০২৫, ১৯:১২

ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২০ হাজার ৮৮৯ টন কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে।

সোমবার (৯ জুন) গুলশানের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, এবছর মোট ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ছিল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল ১ লাখ ৫৪৬টি, মহিষ ১ হাজার ৭৬২টি এবং ভেড়া ৪ হাজার ৫৭টি। তবে এবার কোনও উট কোরবানি হয়নি।

প্রশাসক বলেন, গত বছরের তুলনায় কোরবানির সংখ্যা কিছুটা কম হলেও বর্জ্যের পরিমাণ বেড়েছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ঈদের প্রথম দিন থেকেই কোরবানির বর্জ্য অপসারণে নগর কর্তৃপক্ষ সক্রিয় ছিল।

এজাজ বলেন, আমরা প্রথম দিন অনুমান করেছিলাম প্রায় ২০ হাজার টন ময়লা হবে। সোমবার (৯ জুন) দুপুর ২টা পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। প্রাথমিকভাবে সোমবার বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণার পরিকল্পনা ছিল ডিএনসিসির। তবে পরিস্থিতি বিবেচনায় তা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মশা ও ডেঙ্গু: দ্বৈত অভিযান ও জনসচেতনতায় জোর

কোরবানির পর ঢাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ বরাবরের মতোই এবারও উঠেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রশাসক বলেন, ডেঙ্গুর ক্যাম্পেইন চালানো হচ্ছে। গত তিন দিন ধরে সকালে ও বিকালে দিনে দুবার মশার ওষুধ ছিটানো হচ্ছে।

বৃষ্টির কারণে বাসাবাড়িতে পানি জমে এডিস মশার প্রজননের ঝুঁকি বেড়েছে। এ বিষয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্রিজের নিচে, রান্নাঘরের কেবিনেট, ছাদ কিংবা গ্যারেজ—যেখানেই পানি জমে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। দেশের বাড়িতে থাকলেও দারোয়ান বা আত্মীয়দের মাধ্যমে বাড়ি সপ্তাহে দুদিন পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে।

ডেঙ্গুকে ‘পাবলিক ক্রাইসিস’ উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়— সবার সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও ২ আসামি গ্রেফতার
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, খুলে নিয়ে গেলো জামা-জুতাও
সর্বশেষ খবর
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ইউল্যাব
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’