একযোগে মিরপুর-পল্লবীর ৬ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি

পল্লবী থানা ভবনপল্লবী থানায় বোমা বিস্ফোরণের ১০ দিনের মাথায় একযোগে মিরপুরের উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার (পল্লবী), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী); পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দুই পরিদর্শককে (তদন্ত ও অপারেশন) সরিয়ে নেওয়া হয়েছে। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে অন্যান্য বিভাগের ছয় কর্মকর্তাকে।

শনিবার (৮ আগস্ট) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই ভোরে রাজধানীর পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের মতো দেখতে হাতে বানানো একটি বোমা বা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভড ডিভাইসড) বিস্ফোরিত হয়। এতে থানার চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হন। এ ঘটনার পর এই বদলির ঘটনা ঘটে।
মিরপুর পল্লবীর ছয় শীর্ষ কর্মকর্তা একযোগে বদলি করা হলেও এটাকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মিরপুরের উপ-কমিশনার মোস্তাক আহমেদকে পাঠানো হয়েছে প্রটেকশন বিভাগে, তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রটেকশন বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন; অতিরিক্ত উপ-কমিশনার (পল্লবী) মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে ডিএমপির অপারেশন্স বিভাগে, তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপি অপারেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আরিফুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (পল্লবী) ফিরোজ কাউছারকে বদলি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের, তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী কমিশনার মো. শাহ কামাল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে প্রসিকিউশন বিভাগে। তার জায়গায় বদলি করা হয়েছে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে। এছাড়া পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে লালবাগ গোয়েন্দা বিভাগ এবং পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ এমরানুল ইসলামকে ওয়ারি গোয়েন্দা বিভাগের বদলি করা হয়েছে। তাদের পদে ডিএমপি লাইনওআরের পরিদর্শক আবু সাইদ আলম মামুন ও কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে নিয়ে আসা হয়েছে।