রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। এরপর একে একে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।
চূড়ান্তভাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করেছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। একইসঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভানোর কাজ শেষে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।