পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘নথি ব্যবস্থাপনা ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯’ এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য বলা হয়, প্রশিক্ষণের প্রথমভাগে নথি ব্যবস্থাপনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট ব্যবহারের পাশাপাশি নিজের চাকরি জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, যুগ্মসচিব (প্রশাসন) অতুল সরকার কর্মশালায় বক্তব্য রাখেন।