করোনার উপসর্গে রাজস্ব কর্মকর্তা রহমত আলীর মৃত্যু

রহমত আলী

করোনার উপসর্গ নিয়ে রহমত আলী নামে এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। রবিবার (৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আইসিইউতে তিনি মারা যান। তিনি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন বাংলাবান্ধা শুল্ক স্টেশনে কর্মরত ছিলেন। রংপুর ভ্যাট কমিশনার শওকত আলী সাদী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রহমত আলী বাংলাবান্ধা শুল্ক স্টেশনে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়েনছে। এক সপ্তাহ আগে প্রথমে তার জ্বর হয়। ৩-৪ দিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। খরচ ব্যয়বহুল হওয়ায় পরিবারের সিদ্ধান্তে দু’দিন আগে বিএসএমএমইউ এর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যায়। তার বাড়ি কুড়িগ্রাম।

জানা গেছে, রহমত আলীর আগে থেকেই ডায়াবেটিকস ছিল। এর আগে কাস্টমস ও ভ্যাটের চারজন কর্মকর্তা মারা গেছেন।