খুলে দেওয়া হচ্ছে ইতালির স্কুল

ইতালির একটি স্কুলের ক্লাসরুমইতালিতে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী ১৪ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ও শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজোলিনা এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী কন্তে জানিয়েছেন, এ মাসে নিরাপদে স্কুলগুলো আবারও চালু করতে সরকার অতিরিক্ত ১০০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী অ্যাজোলিনা বলেন, ‘শুধু করোনাভাইরাস মোকাবিলা করতে নয়, আমরা যে ভিন্ন আঙ্গিকের স্কুল নিয়ে স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়নের জন্য উন্নয়নের পেছনে ব্যয় হবে বরাদ্দ অর্থ।’
করোনায় বিপর্যস্ত ইতালির অর্থনীতি পুনর্গঠনে ১৭ কোটি ২০ লাখ ইউরো অর্থ সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইতালি সরকার মনে করে, পরিস্থিতি সামাল দিতে এই অঙ্ক যথেষ্ট নয়।


করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ইতালির সব স্কুল বন্ধ রাখা হয়েছে।


সম্প্রতি করোনাভাইরাস শনাক্তে চালু হওয়া ইম্মনি অ্যাপ সবাইকে ডাউনলোড করার আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী। তার দাবি, ‘এটি করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও তার সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম। অ্যাপের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না।’
এদিকে করোনার কারণে ইতালির সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি এখনও ইতালিতে ফিরতে পারেননি। এ কারণে অনেকেই কাজ হারিয়েছেন। তাদের কেউ কেউ দুই-তিনবার টিকিট কিনেও আসতে ব্যর্থ হয়েছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ অনেক প্রবাসীর।