৩৩তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাহীদ-রাতুল

সভাপতি ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক ডা. মাহফুজ আলম খান রাতুল৩৩তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মাহফুজ আলম খান রাতুল।
বুধবার (২ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ‘জয়বাংলা একাত্তর’ প্যানেলের পক্ষে সভাপতি পদে ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক পদে ডা. মাহফুজ আলম খান রাতুল মনোনয়ন সংগ্রহ করেন। এই দুই পদে অন্য কোনও প্রার্থী না থাকায় এই দুই পদে তাদের দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ৭ সেপ্টেম্বর ২০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকি পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সম্পাদকমণ্ডলীর সদস্য পদ প্রার্থী ডা. এস এম রাশেদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রতিটি জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩তম বিসিএস এর মাধ্যমে ৬ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা শতভাগ বাড়াতে এই প্যানেলের প্রতিটি সদস্য সবাইকে নিয়ে কাজ করে যাবে।