পিডিবির দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে দুর্নীতির অভিযোগপত্র

আদালতবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই  কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন দুদক।

এই দুই  কর্মকর্তা হলেন—  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অডিট পরিদফতরের সহকারী হিসাবরক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) জহিরুল ইসলাম চৌধুরী ও ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন পরিদফতর-১ এর সাবেক স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. আলাউদ্দিন মিয়া।

রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে.এম. ইমরুল কায়েশের আদালতে এ অভিযোগপত্র ( চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার।

আদালত চার্জশিট ‘দেখলাম’ বলে স্বাক্ষর করেন। অভিযোগপত্রটি গ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন বিচারক।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগপত্রে  তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার আসামিরা তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও নিজেদেরকে ‘ভিআইপি’ হিসেবে দাবি করে। তারা অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুটি পাজেরো গাড়ি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ব্যবহার করেন। গাড়ির জ্বালানি, মেরামত ও সংরক্ষণ বাবদ তারা সরকারি মোট এক কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ২০১৯ সালের ১৭ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) তাদের বিরুদ্ধে  মামলাটি করেন।