রাজধানীতে বাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালরাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মা নিহত এবং মেয়ে আহত হয়েছেন।  নিহত মায়ের নাম রিজিয়া খাতুন (৬০)। আহত তার মেয়ে রিনা খাতুন (৩০)। সোমবার (১২অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৫টার দিকে রিজিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত রিনা খাতুন জানান, তার মা দাঁতের সমস্যার কারণে চিকিৎসার জন্য ছেলে আল হাসানের বাসা গণপূর্ত স্টাফ কোয়ার্টারে গিয়েছিনে। আল হাসান ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনে চাকরি করেন।

রিনা বলেন, ‘আমি মাকে ভাইয়ের বাসা থেকে আমার মিরপুরের পাইকপাড়া বাসায় নিয়ে যাচ্ছিলাম। মৎস্য ভবনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। পরে লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি। এখানে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’

পাবনার সুজানগর উপজেলার নুর উদ্দিন পুর গ্রামের বীর মুক্তিযুদ্ধা রশিদ খানের স্ত্রী রিজিয়া। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।