পিরোজপুরে ছিন্নমূল মানুষকে নৌবাহিনীর সহায়তা

করোনা পরিস্থিতি, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের ইন্দোরকানী উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করেছে নৌবাহিনী। খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ অক্টোবর) এসব উপকরণ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বন্যায় ক্ষতিগ্রস্ত পিরোজপুরের ইন্দোরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৭১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মাছ ধরার জাল ও ছাগল বিতরণ করে নৌবাহিনী। এছাড়া নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে উপকূলীয় জেলা বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলাগুলোতে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দেওয়াসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।