করোনাকালে এলেন দেবী, মণ্ডপে কড়া স্বাস্থ্যবিধি (ফটোস্টোরি)

 

এবার মহামারির করোনার মধ্যেই কৈলাস ছেড়ে মর্ত্যে নেমে এসেছেন দেবী দুর্গা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীশ্রী ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে আয়োজনে অংশগ্রহণ ছিল সীমিত। তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হয়েছে সবাইকে। সামাজিক দূরত্বের জন্য রাখা হয়েছে ব্যবস্থা। মাস্ক ছাড়া কাউকে মণ্ডপ এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। 

122476679_3364488120294214_7746504128973153229_n122027685_472118473702440_8937308234054087255_n122117638_2844743082411402_9072453558084279048_n122451609_351290026084506_176579289488110494_n122431365_350312376077131_2360731321343426193_n122336556_676144259672395_5995292981768382473_n122026643_352978146019092_3164107308828657741_n122148313_2812886575619014_899800253386934652_n122214388_352166242715072_5850690522830136007_n122164048_345283840126952_1519285907138399710_n