ফি কমানোর দাবিতে মনিপুর স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ

1টিউশন ফি’র সঙ্গে বিদ্যুতসহ অন্যান্য ইউটিলিটি চার্জ বাতিল ও করোনার কারণে টিউশন ফি কমানোর দাবিতে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুলের সামনের প্রধান সড়কে বিক্ষোভ করেছেন অভিভাবকরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিভাবকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত শেখ নাজিম উদ্দিন জানান, করোনার সময় অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অভিভাবকরা সড়কে অবরোধ করছেন। তবে অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
অভিভাবক মজিবুর রহমান লিটন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অথচ বিদ্যুৎ বিল, পানির বিলসহ অন্যান্য ইউটিলিটি বিল নিচ্ছে মনিপুর স্কুল। করোনার সময় অনেক অভিভাবকরা ঠিকমত আয় করতে পারছেন না। সে কারণে টিউশন ফি কিছু কনসিডার করার দাবি জানাতে বিক্ষোভ করেছি।
এদিকে অভিভাবকদের সড়ক অবরোধ করায় ওই এলাকার বিভিন্ন সড়কে যান যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। এ সময় দুর্ভোগে পড়েন অনেক পথচারী।