সাভারে স্কুল শিক্ষক হত্যা: অভিযুক্ত ২ ছিনতাইকারী গ্রেফতার

গ্রেফতার দুই ছিনতাইকারীসাভারে স্কুল শিক্ষককে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। মঙ্গলবার (২৭ অক্টোবর) র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এই তথ্য জানান।

উনু মং জানান, ২৬ অক্টোবর রাতে সাভারের রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. আজাদ শরীফ (৩০) ও মো. রনিকে (২৫) গ্রেফতার করা হয়েছে। তারা সাভারের একটি স্কুলের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামি।

র‌্যাব জানায়, গত ২৩ অক্টোবর রাজশাহী থেকে নৈশকোচে ভোর ৪টায় সাভারে নামেন শিক্ষক মোস্তাফিজ। সাভার বাসস্ট্যান্ড নেমে সিআরপি এলাকায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে ২৪ অক্টোবর তিনি মারা যান। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব মামলাটির ছায়া তদন্ত করে। এরপর ২৬ অক্টোবর হত্যার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে র‌্যাব গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতররা মোস্তাফিজুর রহমান হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় ছিনতাই করে আসছে বলেও জানায় র‌্যাব।