করোনা আক্রান্ত এমপি জহিরকে ঢাকায় আনলো বিমান বাহিনী

২৩

করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জহিরকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জরুরি ভিত্তিতে তাকে হবিগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শুরু থেকেই করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সহায়তার অংশ হিসেবে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

অ্যাডভোকেট মো. আবু জহির এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বুধবার বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে হবিগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি  করা হয়েছে।