আগুনে পুড়লো দোকানসহ ৪০টি ঘর, আহত ৩

কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুনরাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশনের আগুনের ঘটনায় দোকানসহ ৪০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে লাগা এ আগুনে এখন পর্যন্ত তিন জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন– রুবি, আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১)।

আগুন নেভাতে সাহায্য করছেন স্থানীয়রা

কল্যাণপুরের নতুন বাজারের বস্তির আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা বালতিতে পানি দিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘মোটামুটি আগুনের বেগ কমিয়ে আনার পরেই আমাদের এখানে পানি সংকট দেখা দিয়েছিল। আশেপাশের কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দূরে যেখানে পানি ছিল সেখান থেকে পাইপ লাগানো সম্ভব হয়নি। আমাদের সঙ্গে ওয়াসার একাধিক টিম যোগ হয়। পরে তাদের সাহায্য নিয়ে আগুন নেভানোর কাজ চলে। এখানকার স্থানীয়রা আমাদের সঙ্গে কাজ করছেন। তারাও পানি দিয়ে সাহায্য করছেন।’

আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছেসরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের অনেক আগেই ফায়ার সার্ভিসের পানির সংকট দেখা দেয়। এরপর স্থানীয়রা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ১২০ থেকে ১৫০ জনের মতো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে বালতির পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।

তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আরও জানান, ‘এ ঘটনায় আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করার পর আগুনের আসল কারণ জানা যাবে।’