পুড়ে গেছে ত্রিশ বছরের স্বপ্ন (ফটোস্টোরি)

3কোলে ছোট ছোট ‍দুই শিশুকে শুইয়ে পুড়ে যাওয়া জিনিস থেকে হাতড়ে যতটা পাওয়া যায় খুঁজছিলেন বিবি নূরজাহান। চোখে শূন্যতা, না খাওয়া মুখটাও মলিন। এই বস্তিতে তার কেটে গেছে ত্রিশ বছর। নূরজাহান কাজ করেন বাসাবাড়িতে। ছেলে গাড়িচালক। শুক্রবার রাতের আগুন নিয়ে গেছে তার সাজানো স্বপ্ন। এখন তিনি ঘুরে দাঁড়াবেন কিভাবে? কেবল নূরজাহান না, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে পুড়ে গেছে এমন অনেক স্বপ্ন।

8

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটের দিকের ঘটনা। ৭ নাম্বার সেকশনের রাস্তার পাশে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।  মুহূর্তেই আগুনটি গায়ে গায়ে লাগানো আসবাবপত্রের দোকানে ছড়িয়ে পড়ে। দুই দোকানের আগুনের বেগ মিনিট পাঁচেকের মধ্যে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঠিকই কিন্তু ততক্ষণে পুড়েছে ঘর, আসবাব, বইখাতা, নগদ টাকাও। আর কিছু মানুষ শেষ সম্বলটুকু বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আগুনের তাপে। শনিবার থেকে কাপড়ের ছাউনির নিচে দিন কাটাচ্ছেন এই মানুষগুলো। চোখে প্রশ্ন এই আগুন তাদের নিশ্চিত বর্তমান জীবনকে এভাবেই অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিবে কে জানতো?

610

75211491