কাফরুলের নারীকে কুপিয়ে হত্যার পর পোড়ানো হয়, গ্রেফতার ৬

গ্রেফতাররাজধানীর কাফরুলে সীমা বেগম (৩১) নামে ওই নারীকে কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। গতকাল কাফরুলের বাইশটা টেকি ইমাম নগর এলাকার নিজ বাড়ি থেকে সীমার (৩৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, সীমা নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ সেলিমুজ্জামান বলেন, সোমবার (৩০ নভেম্বর) উত্তরখাঁন থানা এলাকা হতে এস এম আশিকুর রহমান নাহিদকে (২৭) গ্রেফতার করা হয়। একই দিন ভোর ৪টায় কাফরুলের ইমান নগর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জাকিয়া সুলতানা আইরিন (২২), আসেক উল্লা (৫০), রোকেয়া বেগম (৪০), শাহজাহান শিকদার (৫০) ও সাকিব (২০) এই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এর আগে রবিবার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক ১১টায় কাফরুল থানার পূর্ব বাইশটেক এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে তার লালে আগুনে ধরিয়ে দেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির সূত্র বলছে, গতকাল রাত ৮টার দিকে সীমার মরদেহ ঢামেকে আসে। তবে সঙ্গে কোনও স্বজন ছিল না। সীমার আনুমানিক বয়স ৩১। সে বিছানায় উপুর হওয়া অবস্থায় ছিল। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিছানা পুড়ে গেছে। তার শরীরের পেছনের দিকের অংশেও পোড়া ছিল।

জানা যায়, নিহত সিমার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। শাহজাহান সিকদারের দ্বিতীয় স্ত্রী সে। ৩-৪ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা রুজু হয়। আজ (৩০ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।