বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার আর নেই

শাহজামান মজুমদার বীর মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার (বীর প্রতীক) মারা গেছেন। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শাহজামান মজুমদারের ছেলে সেজান মজুমদার সামাজিক মাধ্যমে মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করেছেন। তিনি জানান বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে শাহজামান মজুমদারের (বীর প্রতীক) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজামান বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চলের পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে।

মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশেও শাহজামান এই শিল্পে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে তার লেখা ‘দি গেরিলা’ বইটি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা একটি বাস্তব চিত্র যা নতুন প্রজন্মের কাছে খুবই শিক্ষণীয় একটি বিষয়। তার মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের এক বীর সেনাকে হারিয়েছে আইসিটি শিল্প হারিয়েছে একজন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।