সখীপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর পুনর্নির্বাচন দাবি, জাপার বর্জন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান পুনর্নির্বাচন দাবি করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবও ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ৬টি কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছেন।
অন্যদিকে জাপার (এ) মনোনীত প্রার্থী আয়নাল হক সিকদার নির্বাচন বর্জন করেছেন। বুধবার ভোট চলাকালীন সময়ে ওই তিন প্রার্থী এসব ঘোষণা দেন। ওই তিন প্রার্থী অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী আবু হানিফ আজাদের নেতাকর্মী ও সমর্থকরা প্রভাব খাটিয়ে এজেন্টদের বের করে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারে।
রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বলেন, সখীপুর পৌরসভা নির্বাচনে দুই একটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি থাকায় ভোটারদের লাইনে জটলা ছাড়া নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
/এএ/