স্বাস্থ্য অধিদফতরের দুই বিভাগে নতুন দুই পরিচালক

স্বাস্থ্য অধিদফতরের গুরুত্বপূর্ণ দুই বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নতুন দুই অধ্যাপক। তারা হলেন– অধ্যাপক ডা. রোবেদ আমিন ও অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তাদের অসংক্রামক ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. রোবেদ আমিনবর্তমানে অধ্যাপক ডা. রোবেদ আমিন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের এবং অধ্যাপক ডা. নাজমুল ইসলাম কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে আরও দুটি রদবদলের কথাও বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক ডা. হাবিবুর রহমানকে পরিচালক (হোমিও দেশজ) এবং কুমিল্লা মেডিক্যাল কলেজের ট্রান্সফিউশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমানকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক পদে বদলি করা হয়েছে।