কর্মীদের করোনা ভ্যাকসিন দিচ্ছে এমিরেটস

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এমিরেটস এয়ারলাইন ও ডানাটাসহ এমিরেটস গ্রুপের সকল অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন প্রদান শুরু করেছে এমিরেটস। ১৮ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ও প্রতিরোধ (প্রিভেনশন) মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এমিরেটস জানিয়েছে, কেবিন ক্রু, ফ্লাইট ডেক এবং অপারেশনের সঙ্গে যুক্ত সম্মুখসারির এভিয়েশন কর্মীরা টিকাদান কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন। এমিরেটস এবং ডানাটা অন্যতম প্রথম এয়ারলাইন ও পরিবহন সংস্থা হিসেবে তাদের কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সুযোগ করে দিচ্ছে। ইউএই স্বাস্থ্য কর্তৃপক্ষ অনুমোদিত ফাইজার-বায়োএনটেক এবং সিনোফার্ম ভ্যাক্সিন এই কর্মসূচিতে ব্যাবহার করা হচ্ছে। কোম্পানির বিভিন্ন স্থাপনায় স্টাফরা এই টিকা গ্রহণ করতে পারছেন। প্রতিদিন ১২ ঘণ্টা করে সপ্তাহের ৭দিন এই কার্যক্রম পরিচালিত হবে।

ইউএই’র অন্যান্য নাগরিক ও রেসিডেন্টদের মতো এমিরেটস গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ইচ্ছা করলে সরকার নির্ধারিত মেডিক্যাল সেন্টার এবং ক্লিনিকেও টিকা নিতে পারবেন। মার্চের শেষ নাগাদ ইউএই তাদের ৫০ শতাংশ জনগণকে এই কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। উল্লেখ্য ডিসেম্বর ২০২০ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যে দেশটির প্রায় ১৯ লাখ অধিবাসীকে টিকা দেওয়া হয়েছে।